চারদিকে শুধু বিষন্ন মানুষের মিছিল,
মরীচিকার পিছনে ছুটে চলা মুসাফির।
পাহাড় সমান অকেজো অনুভূতি,
শেষ বেলায় ঝরা পাতা কুড়াতে-
দিক বেদিকে দিশেহারা গতি।
অভাবী শ্রাবণের প্লাবনে ভাসানো শান্তি।
সাথে সুখ নামক অসীম অসুখের হাতছানি।
তারা হাসতেও ভুলে যায়!
তারা ছুটতে ও ভয় পায়!
চারদিকে শুধু রোদ্দুর একটু ও মেঘ নেই
এমনই এক অসহ্য রীতি রটায়।
এগুলা না কবিতা না কোন ছন্দ।
এটা তো মানুষের ই বানানো মানদণ্ড।
জেদী মনোভাবে তোমরা পারবে কখনও
ভাঙতে , মরীচিকার দম্ভ ?