সময় এর স্রোতে জীবনজাহাজ ভেসে চলে।
অনেকটা চলার পর মন একটু একটু অতীতে উঁকি মারে,
অশান্ত মন কেন জানি শৈশবের দিনে ঘুরে ফিরে।
স্মৃতি তে জমে না ধুলা-
তারপর অবসরে সেগুলি মাথাচারা দেয়,
কখনওবা হাসায় কখনো কাঁদায়।
এই ধারাবাহিকতা রবে চিরন্তর।
কখনো বা জমে থাকা স্মৃতির স্মরনে গল্প হয় বেশ-
বিকেল গড়িয়ে সন্ধ্যা বেলাতেও গল্প হয় না শেষ।
টের পেয়ে যাই শিশু মন ছিল কেমন কোমল,
কত চঞ্চল, বিশুদ্ধ আর কেমন সরল।
দিনগুলিতে নেশা মানে ছিল খেলা।
সুখের হোক বা দুখের শিশু দিনকাল যায় না ভোলা।
কত দৌড় ঝাপ, কত ঝগড়া বিবাদ, কত শত ক্লেশ।
কত দাবি, কত কান্না, কত শপথকারীর শপথ বিশেষ,
স্মৃতি গুলি মনে আচড় কেটে জীবন সামনে চলে যেমন করে চলে সমুদ্রজল কেটে জাহাজ।
কত স্মৃতি মাখা ছবি করে আজ নিশ্চুপ চিৎকার।
অজস্র স্মৃতির মাঝে কেন শৈশব দিন এত সতেজ?!
ভাবতে গিয়েই কত অবসর কাটে বেশ।