ঘরের কোণে থাকা কাঠের ডেস্ক,
আজ দখল করেছি।
পরে থাকা খাতা টেনে -
কিছু লিখতে বসেছি।
ভুলতে চাই কিছুক্ষন,
রোজকার আয়োজন।
একাকি এই সময়- কাটুক দারুন।
দুই দিনের জীবন-
অযথা এত আশা, এত ভালোবাসা,  
এত প্রশ্ন এত ভরসা।
থাক বাদ দেই আজেবাজে সব মাথা ব্যথা,
অবসরে আজ কালির অক্ষরে,
যত্নে লাইন টানি।
সাদা কাগজ কালো দাগে নষ্ট করে,
যদি ব্যথা ভুলি।
সব রাগ থেমে যাক
সব ব্যথা বয়ে যাক,
একাকিত্ত্ব , অভিমান,
ভাল,মন্দ আর অল্প কিছু প্রমাণ ,
কাগজ ফ্রেমে বন্দি হোক আজ।  
লিখে ফেলি যা ইচ্ছা তাই।
টেবিলের কোণে খাতা জমা পরে থাক।
মৃত্যুর পর আসব না তো ফিরে!
এই আত্মা সেই সত্য জানে।
লিখে রাখা সব নমুনা, কামনা
অনেক পরেও থাকবে হয়ত,
যদি পৃষ্ঠা পোকায় না কাটে।