আমি ফিরিয়া যাইমু রে যাইমু
আমার দেশ ভাটিতে
বাঁশের খুঁটি দিয়া ঘর বানাইয়া
শুইমু হোগলার পাটিতে
যাইয়া হাওর জলে ভাসাইমু
কলা গাছের ভেলা
বাড়ি ফিরমু ডুইবা গেলে বেলা
ভাটির দেশে নাড়ি যে আমার
পইড়া আছে মাটিতে
আমি ফিরিয়া যাইমু রে যাইমু
আমার দেশ ভাটিতে
ভাটির দেশের মাটি
আমার নাম ধরিয়া ডাকে
বলে আয় বৌলাই গাঙ্গের বাঁকে
আমি ফিরিয়া যাইমু রে যাইমু
আমার দেশ ভাটিতে
বন্ধুরে লইয়া যাইমু রে যাইমু
নাইতে বৌলাই গাঙ্গে
তাতে বন্ধুর মান যদি ভাঙ্গে
বৈশাখে মাথায় গামছা বাইন্ধা
লাইগা যাইমু ধান কাটিতে
আমি ফিরিয়া যাইমু রে যাইমু
আমার দেশ ভাটিতে
বন্ধুর লগে কইমু যে কথা
মেঠোপথে হাঁটিতে হাঁটিতে।।