হে ঈশ্বর
আজ আমরা ভালো নেই
ঘরে চালও নেই ডালও নেই
ঘরে ঘরে কাঁশি আছে হাসি নেই
হে ঈশ্বর
আজ আমরা ভালো নেই
ঘরে আলো নেই আলুও নেই
পথে টহলরত সেনা আছে কেউ চেনা নেই
হে ঈশ্বর
আজ আমরা ভালো নেই
কপালে ভাঁজ আছে হাতে কাজ নেই
হে ঈশ্বর আমরা ভালো আজ নেই।