উপাধি
.............

বলো মা,জন্মের পর
কপোলে দেখছিলে কী লিখা?
প্রাঁজল জ্বলছিল কী,
কপোল ব্যাপিয়া রাজ-টিকা?

জানো মা, এসব হলো
সবি কপোল-কল্পিত মিছে;
নামের শেষে উপাধি
একালে পড়েছে মোটে পিছে।