মহা কারিগর বানায়ে তরী ভাসাল জলে
বৈঠা ছাড়া চলে তরী কারিগরের কৌশলে।
বিশাল সায়রে চলিছে সোনার তৈরি তরী
মহা কারিগর আছে তরীটির হাল ধরি।
চলন্ত তরীতে কেহ উঠে কেহ যায় নেমে
তরিৎ গতির তরী যায় না কখনও থেমে।
বিশাল সায়রে টলিছে চলিছে তরীখানি
কারিগরে দড়ি ছাড়াই তরীটি নিচ্ছে টানি।