হে কারিগর তুমিই একেলা
বানিয়েছো এই মহা ভেলা।।
ভাসিয়ে দিয়ে ভেলা শূন্যের তরে
বিস্ময় গড়েছো বিশ্বের ঘরে ঘরে।
তোমার সৃজনে নেই হেলাফেলা
মাঠে ঘাটে বসিয়েছো রঙ্গ মেলা।।
সৃষ্টি করেছো যা আদি-অন্ত ধরে
বিস্ময়ে দেখি তা কড়ে চোখ ভরে।
হে দক্ষ খেলুড়ে একেলা
খেলছো রহস্যময় খেলা।।
গেঁথেছো তারার মালা রেখে দূর দূর
গ্রহ গ্রহাণু খাড়া রেখেছো ছাড়া খুর।
মেতেছো বেলাহীন খেলায় সারাবেলা
খেলছো নিয়ে অগ্নি ও মাটির ডেলা।।
দিয়েছো প্রাণে প্রাণে সুতোহীন বন্ধন
খেতে জল ফল; সৌরভে ফুল চন্দন।
হে শক্তিধর তুমিই একেলা
ডেলায় ডেলায় দাও ঠেলা।।
ছুটে চলে ডেলা যার যার কক্ষপথে
নত করে শির চলে তোমারই মতে।
দৈত্যও করেনা তোমায় সত্তা হেলা
অধম ফেলি দম হয়ে তোমার চেলা।।