সোনামণি তুলতুলে
     হাসে যাদু প্রাণখুলে।

          গাছের ডালে বুলবুলি
               ডাকছে মধুর সুর তুলি।

ময়না হাসে খিলখিল
     তারা করে ঝিলমিল।

          চাঁদের ফালি দেয় উঁকি
               যাদু আমার চন্দ্রমুখি।

যাদুমণির নাকে নোলক
     হুলো বাজায় ঢোলক।

          টাকডুম টাকডুম বোল
               মণি দোলনায় দোল।