ছোট্ট সবুজ গাঁও শ্যামলতায় ঘেরা
গাঁও খানি হরেক রকম গাছে বেড়া।
গাঁয়ের থোড়াই পথ খানি বাঁকাচোরা
এক পথে চলে জন,গরু-মোষ-ঘোড়া।
চারদিক ক্ষেত সোনার ফসলে ভরা
বপন করা গাছে কাঁচা কাঞ্চন ছড়া।
গাঁয়ের আগে নদী পিছনে বিল-ঝিল
সেথায় উড়ে মাছরাঙা ও গাঙচিল।
উড়ে যায় সাদা বক বেঁধে সারি সারি
কানা বগির ছা উড়ে ডানা দুই নাড়ি।
প্রভাতে ভাত শালিক ও চড়ুই পাখি
কাঁপা স্বরে কিচিরমিচির যায় ডাকি।