মৃত্তিকায় আজ শ্রাবণ বর্ষণ
নামিল রে নামিল
মেঘে মেঘে ঘর্ষণ নাহি আর
থামিল রে থামিল।
মনে মনে মন বলে
নিজে রে নিজে রে
চল্ চল্ বৃষ্টিতে আসি
ভিজে রে ভিজে রে।
শ্রাবণী কদম তলে নেচে
উঠিল রে উঠিল
তুলিল কদম গাছে ফুল যা
ফুটিল রে ফুটিল।