এক সন্ধ্যায় এক সন্ধ্যায় সে তারে সে তারে
শুনিয়েছিল সুর তুলে সেতারে সেতারে
সেই সন্ধ্যায় রজনীগন্ধায়
সুগন্ধ ছড়িয়েছিল তারই আধারে আধারে
সেতারের সুর করেছিল দূর
মনেছিল তার যত ব্যথা রে ব্যথা রে।
করেছিল কতো আলাপন
করেছিল শত পণ
দুই জন সেই সন্ধ্যায় বিনা তারে, বেতারে।