সখী সন্ধ্যা রাতে চোখের পাতে
খেলা করে যখন তন্দ্রায় লো
বনের ধারে ছনের ঘরে
চুপিচুপি উঁকি দেয় চন্দ্রায় লো
চন্দ্রায় দীপ্তি ছড়ায়
ঘরের কানায় কানায় লো
যেন পরী পরে শুভ্র শাড়ি
উড়ছে মেলে ডানায় লো
সন্ধ্যামালতী ফুলে ফুলে ছড়িয়েছে
বিভিন্ন রঙ লো রঙ লো
দেখবি যদি আয় আয় সখী
ল তুই আমার সঙ্গ ল সঙ্গ লো।