নুন আনতে পান্তা ফুরোয়
খড় আনতে চাল
চুন আনতে পান ফুরোয়
লঙ্কা আনতে ডাল।
গুড় আনতে ঈদ ফুরোয়
ঢেঁকি আনতে ধান
কালি আনতে খাতা ফুরোয়
বস্ত্র আনতে মান।
ছন আনতে খুঁটি ফুরোয়
টাকা আনতে মেলা
জুতো আনতে পায়া ফুরোয়
দৌড়তে দৌড়তে বেলা।