দু’দিন পরেই ঘরে ঘরে
আসছে পহেলা বৈশাখ
যে যে দিক কান পাতবো
শুনবো বাজে ঢোল ঢাক।
খুকু কিনেছে বৈশাখী জামা
খোকায় রঙিন পাঞ্জাবী
বন্ধুরা সব রেডি থাকিস
ঘুরতে আমার সাথে যাবি।
সকালে খাবো পান্তা ইলিশ
দুপুর বেলা কাচ্চিবিরানী
বিকেলে সাজবো মিলে
কেউ রাজা কেউ রাণী।
বাবা তাজা ইলিশ আনতে
গেছে পদ্মা নদীর পাড়ে
কিনবে যত টাকাই লাগে
কেউ থামাবে না তারে।
গরিব মরছে ধুঁকে ধুঁকে
তাতে বাবার হলো কী?
পারলে এসে মালিশ করো
বাবার গাত্রে ঢেলে ঘি!