গল্পো নয় গল্পো নয়
বলছি শোন সত্য
এই দেশেই আছে
ডিজিটাল কিছু দৈত্য!
দৈত্যরা খামচে ধরে
অজ্ঞ, বিজ্ঞের ঘাড়
রক্ত খায়, মাংস খায়
খায় চিবিয়ে হাড়!
আচরণে অতি ভদ্র
করে খুব সাজসজ্জা
তাদের খাদ্যতালিকায়
থাকা চাই অস্থিমজ্জা!
তারা একটানা দেয়
বহু রকম অফার
সোনার দামে বেচে
লোহা আর কপার!!