উৎসর্গ: শ্রদ্ধেয় কবি কবীর হুমায়ূনকে


হাতিয়ার নিয়েছিলাম হাতে
দেশ থেকে করবো বলে অমিত্র মুক্ত
হাতিয়ার নিয়েছিলাম হাতে
দেশের মেরূদণ্ড করবো বলে পোক্ত।

হাতিয়ার নিয়েছিলাম হাতে
শান্তিতে ঘুমিয়ে কাটাবো বলে রাত
হাতিয়ার নিয়েছিলাম হাতে
নির্ভয়ে হাঁটবো বলে ধরে ফুটপাত।

হাতিয়ার নিয়েছিলাম হাতে
সবে আনন্দে করবো বলে জয় নৃত্য
হাতিয়ার নিয়েছিলাম হাতে
বেরোব বলে থেকে ক্ষীণালোকের বৃত্ত।

হাতিয়ার নিয়েছিলাম হাতে
সকলেই মিলে খাবো বলে ডাল ভাত
হাতিয়ার নিয়েছিলাম হাতে
দেশ গড়বো বলে মিলে সকল জাত।

হাতিয়ার নিয়েছিলাম হাতে
দেখবো বলে কৃষিজীবীর মুখে হাসি
হাতিয়ার নিয়েছিলাম হাতে
মনের সুখে বাজাবো বলে সাম্য বাঁশি।

হাতিয়ার নিয়েছিলাম হাতে
গাইবো বলে গান উড়িয়ে মুক্তির পাল
হাতিয়ার নিয়েছিলাম হাতে
বাঙ্গালীরাই ধরবো বলে বাংলার হাল।

হাতিয়ার নিয়েছিলাম হাতে
ভাঙ্গবো বলে হাত-পায়ে বাঁধা শিকল
হাতিয়ার নিয়েছিলাম হাতে
বাঙ্গালী আর থাকবো না বলে বিকল।

হাতিয়ার নিয়েছিলাম হাতে
বিশ্ব-দরবারে তোলে দাঁড়াবো বলে মাথা
হাতিয়ার নিয়েছিলাম হাতে
মুক্ত হবো বলে থেকে পাষাণের জাঁতা।