ঝনঝনা ঝন্ ঝন্
ট্রেন ছুটেছে ট্রেন ছুটেছে ঐ
ঘাট পেরোয় মাঠ পেরোয়
বেয়ে লোহার বাঁধা মই।
ঝনঝনা ঝন্ ঝন্
ট্রেন ছুটেছে ট্রেন ছুটেছে ঐ
এক ধারে তার পাহাড়
আরেক ধারে জল থই থই।
ট্রেন ছুটেছে ট্রেন ছুটেছে
ঝনঝনা ঝন্ ঝন্ ঐ
ঝনঝনানি শব্দ শুনে
আমি কেমনে ঘরে রই?
ঝনঝনা ঝন্ ঝন্
ট্রেনের বাড়িঘর কই?
ট্রেনের বাড়ি কমলাপুরে
কমলাবানু তার সই।