মতিঝিলেও মতি নেই
কলাবাগানেও কলা
কুয়াকাটায় কুয়া নেই
গলাচিপায় চিপা গলা।
মৌচাকেও মউ নেই
বারিধারায়ও ভালবাসার বাড়ি
চিটাগাং এ নেই চিটাগুড়
গাড়িয়ালের আর গাড়ি।
রংপুরেও নেই রঙের বাহার
রাজশাহীতে আর রাজা
কমলাপুরে নেই কমলা
কুষ্টিয়ার সেই তিলের খাজা।
চীনেও নেই চিনাবাদাম
নারকেল জিঞ্জিরায় নারকেল
কাঁঠালবাড়িতে কাঁঠাল নেই
বেলকুচিতে বেল।
আদাবরেও আদা নেই
হাতিরঝিলে হাতি
গাইবান্ধায়ও গাই নেই
ছাতিমতলার সেই জাতি।
চাঁদপুরেও চাঁদের দেখা নেই
রক্ষীর হাতে রক্ষা নেই পক্ষী
মানিকগঞ্জেও মানিক নেই
লক্ষ্মীপুরেও আর লক্ষ্মী।
সুনামগঞ্জেও সুনাম নেই
তালতলায় আর তাল
খিলগাঁয়ের খিল নেই
খালপাড়ের ঐ খাল।
শান্তিবাগেও শান্তি নেই
পরিবাগে লাল নীল পরি
গজারিয়ায়ও গজারি নেই
হরিপুরে আর ছড়ি।
মহাখালিও খালি নেই
গুলশানেও খাঁটি ঘোল
তেতুলিয়ায় তেঁতুল নেই
ফুলবাড়িয়াতেও ফুল।
টিলাগড়ের টিলা নেই
বিলপাড়ের ঐ বিল
পাহাড়পুরের পাহাড় নেই
সলিল শূন্য এখন ঝিল।