বছর বছর ফিরে আসে
হ্যাপি ভ্যালেন্টাইন ডে
প্রেমিক বলে প্রেমিকারে
ভালবাসা যা আছে দে!
প্রেমিকাও দিতে রাজি
থাকলে টাকার বোঁচকা
নিরিবিলি খাওয়া চাই
চটপটি আর ফুচকা।
উদ্যানেও যেতে রাজি
দিলে দুই হাত বাড়িয়ে
দ্বিধা নেই প্রেমিকার
যেতে কোথাও হারিয়ে।
চাইনিজ বা পিজা হাট
বর্জন নহে কোনটাই
মার্কেটিংটা শেষ হলে
ভ্যালেন্টাইনকে গুডবাই।