বাংলা আমার মায়ের ভাষা
বাংলা আমার পবিত্র জন্মস্থান
বাংলা আমার জন্মদাত্রী মা
বাংলার স্বার্থে আমি হই মস্তান।
বাংলায় লিখি অ আ... ক খ...
বাংলায় কই মনের যতো কথন
পড়ি বাংলায় লিখা বই-পত্র
বাংলাকে করি চিত্ত-মাঝে যতন।
ভাইয়ের রক্তে কেনা বাংলা
বাংলা বর্ণে আঁকা ভাইয়ের মুখ
মা শাড়ির আঁচলে মুছে দেন
ভাষা সৈনিকের রক্তে ভেজা বুক।
বাংলা ভাষা ভাইয়ের দান
বাংলা বর্ণে ভাইয়ের নাম লিখা
বাংলায় করি জ্ঞান অন্বেষণ
বাংলা ভাষা চৈতন্য-অগ্নিশিখা।