চিত্ত বাবু তীর্থের কাক
বসে থাকেন একা একা
কতো আয় কতো যায়
তবু হয় না তার দেখা।
সন্ধ্যা নামে তন্দ্রা আসে
পড়েন শয্যায় ঢলে ঢলে
চুপটি কেউ কানে কানে
কি যেন এসে যায় বলে।
ভাঙ্গে ঘোর হয় ভোর
সূর্য উঠি উঠি করে পূবে
চিত্ত বাবু এমনি করেই
দিবস কাটান ক্ষোভে।