আয় আয় চম্পা, চামেলি, বেলি
আয় তোরা সবাই বাগিচায় খেলি
মেঘে আজ চাঁদ রাখবে না ঢাকি,
ঝিঁঝিঁ পোকা গাইবে সুরে গান
আয় আয় তোরা করিসনে মান
আয় চাঁদে দেবে জ্যোৎস্না মাখি।
পাখিরা দিলে ডালে ডালে ঘুম
চাঁদনী পালকে দিবে এসে চুম
আকাশে তারারা উঠবে হাসি,
কাননে কুসুমকলি ফুটি ফুটি
আয় আয় বাঁধি আমরা জুটি
আয় আয় যাই পুষ্প গন্ধে ভাসি।