বাপের চেয়ে পুত্র বড়
সাপের চেয়ে ব্যাঙ
দাদার চেয়ে নাতি বড়
হাঁদার চেয়ে ঠ্যাং!
ডুলির চেয়ে ঝুড়ি বড়
ঠুলির চেয়ে শিম্ব
বর্ষের চেয়ে মাস বড়
অশ্বের চেয়ে ডিম্ব!
বাঁশের চেয়ে কঞ্চি বড়
মাসের চেয়ে দিন
সতীর চেয়ে নষ্টা বড়
পতির চেয়ে জিন!
জাঁতির চেয়ে পূগ বড়
হাতির চেয়ে মশা
সাধুর চেয়ে চোর বড়
কদুর চেয়ে শশা!
দেশের চেয়ে ব্যক্তি বড়
কেশের চেয়ে খোঁপা
হাতের চেয়ে আম বড়
নাথের চেয়ে ধোপা!
পূজ্যের চেয়ে তুচ্ছ বড়
সূর্যের চেয়ে দীপ
মলাট চেয়ে ঠাট বড়
ললাট চেয়ে টিপ!