শুভ নববর্ষ দু’হাজার সতের
নতুন সাজে এলে নতুন সন
আজ তোমায় অম্লান-বদনে
করি গো বরণ এ জগত জন।
দু’হাজার ষোল’র সকল দুঃখ
সকল উত্কলিকা দূরে ফেলে
হৃষ্টচিত্তে সতেরকে করি গ্রহন
আশু দিন যাক হেসে খেলে।
সতের সনে জগত প্রাণে প্রাণে
বয়ে যাক অপার শান্তির বান
প্রভেদ ভুলে বাধার প্রাচীর ঠেলে
এসো সবে গড়ে তুলি ঐকতান।