দুই হাজার সতের সালকে
নিরানন্দে বলে; সাল ষোল
আজ আমার দ্বার করছি বন্ধ
তোমার দ্বার জলদি খোল।
কেউ আমায় ছুটি না দিলেও
আজ আমি যাবই চলে
আমার বিদায় বেলা তোমরা
ভাসিও নানা রঙের ঢলে।
আমি দিয়েছি কতোজনকে
কতোভাবে শুধু দুঃখ ঢের
দুঃখগুলো মোচন করিতে
সময় পাবো না আর ফের।
নিত্য পেয়েছ মানবে ব্যথা
সেই ব্যথা করিও ক্ষমা
দোহাই তোমাদের চিত্তে তা
রাখিও না কখনো জমা।
আমার সময়কালে কেউ যদি
পেয়ে থাকো কিঞ্চিৎ সুখ
তার গর্বই অনন্তকাল ধরে
ভরিয়া রাখিবো আমার বুক।