বদ্ধ পাগল হদ্দ ছেড়ে
করে যায় সকল কুকর্ম
মন্দ কাজে ছন্দ পায়
মানে না সে কোন ধর্ম।
মাদুর হাতে বাদুড় ঝুলে
লোকাল ট্রেন বা বাসে
পেটু ভরে এঁটো খেয়ে
সে খিলখিলিয়ে হাসে।
গাঁজা বেচেই রাজা সে
জানে না সবাই এ তথ্য
এসব জানে যেসব লোকে
তাদের আছে এতে স্বত্ব!