আজ আর পায়রাগুলো;
আমার কাছে আসছে না
ওরা আমাকে চিনে ফেলেছে,
আমিও “অমানুষ”!
আজ আর টবে গোলাপ ফুটছে না
ফুলগুলো বুঝে গেছে,
আমার গায়েও “অমানুষ” এর গন্ধ!
আজ আর বুলবুলি, টুনটুনি
আমাকে গান শুনাচ্ছে না
ওরা জেনে গেছে,
আমিও মানুষরূপী এক ভয়ংকর পামর!