নন্দন-কাননে বাস
করে চন্দন সুভাষ
গায়ে শিষ্টের গন্ধ।
সে ভাল ছেলে
চলে হেসেখেলে
করে না কোন দ্বন্দ্ব।
ছেড়ে সব লাজ
করে সৎকাজ
কর্মই তার পছন্দ।
নয় সে আলসে
ফোলায় না গাল সে
হয় না নিরানন্দ।
কথা বলে মিষ্টি
তার সুন্দর দৃষ্টি
চলতে পায় ছন্দ।
ছেলে সে অন্তরঙ্গ
দেয় লোকের সঙ্গ
তাতে জুটে আনন্দ।
বাড়িয়ে সেবা-হস্ত
খুঁজে বেড়ায় দুস্থ
কাছে টানে, পেলে অন্ধ।
করে না তো ঈর্ষা
খায় মিলে ক্ষীরসা
খোঁড়ে না খানাখন্দ।
হাত মিলায় হাতে
মিশে সবার সাথে
ছাত্রও নয় মন্দ।
মন দেয় পাঠে
রয় না সে হাটে
হলে পরে সান্ধ্য।