এক স্কুলছাত্র রোজ দিত স্কুল ফাঁকি
আজ শাস্তি পেয়েছে, যা ছিল তার বাকি।
ছুটির পরও হেড মাস্টার মশাই
এই ছাত্রকে রেখেছেন একা বসাই।
হঠাৎ ছাত্রের কাছে এলো এক লোক
এসেই কাশলো জোরে জোরে খুক খুক।
ছাত্র বলে, কাশি হলে খাবেন আদা চা”
লোকটি তা শুনে উঠলো হেসে হাঃ হাঃ হাঃ..!
তার হাসিতে ছাত্রটি পেলো কিঞ্চিৎ ভয়
ভাবলো সে, লোকটা ভূত-পেত্নী তো নয়?
ছাত্র-, “বলবেন? জিজ্ঞেস করবো যাহা!”
লোকটি ফের উঠলো হেসে হাঃ হাঃ হাঃ হাঃ..!
ছাত্র এবার গেলো খানিকটা ঘাবড়ে
লোকটি তো তারে দিতেও পারে থাবড়ে!
ভয়ে বলে,“ আপনি হাসিঠাট্টায় মহা
লোকটি অদৃশ্য হলো হেসেই হাঃ হাঃ হাঃ...!”