মহা আড়ম্বরে হচ্ছিল
ধেড়ে-ইঁদুর কন্যার শাদি
পাড়ার মাদী ইঁদুর মিলে
রেখেছিল খাবার রাঁধি।
নিমন্ত্রণ পেয়ে এসেছিল
মি: বিড়াল মহাশয়
এসেই কুশল বিনিময়ে
প্রাণী-মন করেছিল জয়।
অতিথিরা খেতে খেতে
করছিলো খোশগল্প
ভদ্রতার খাতিরে সবাই
খাদ্য খাচ্ছিল অল্প-অল্প।
অল্প খাদ্যে পেট ভরেনি
মি: বিড়াল মহাশয়ের
তাই খাদ্য কিছু খুঁজছিল
করতে ভোজ ফের।
ইঁদুর যখন একে-একে
নিচ্ছিল অতিথির খোঁজ
এই ফাঁকে মি: বিড়াল সারে
ইঁদুর ছানায় ফের ভোজ!