ওরে আমার অবুঝ মন
বুঝলে না কার প্রেম কতো ঘন
তোরে যে বাসলো ভালো
তারে দেখলে করিস মুখটা কালো!
ওরে দেশের অবুঝ গণ
তোরা চিনলে না রে আপন জন
আপন তোরা ভাবছিস যারে
তারা তো তোর আপন নারে!
ওরে অবুঝ জন
তোরা চিনলে না রে কে সুজন
সুজন তোর হইল যে লোক
সেই বুঝে তোর সুখ-দুঃখ।
ওরে আমার বুকে যে ধন
এ ধন আমার নয় রে আপন
এ জগতে আপন চেনা অনেক ভার
আপন জনা চলে আপন গতিতে তার!