চড়ুই পাখি চড়ুই পাখি
তোকে বলতে ছিল বাকি
টুনির পুতুল বিয়ে কাল
বর আসবে পাগড়ি পরে
লাল টুকটুকে ঘোড়ায় চড়ে
গায়ে দিয়ে কাশ্মীরি শাল।
আনবে বরে হাজার সাথী
সঙ্গে শতেক পোষ্য হাতি
মিঠাই-মণ্ডাও হাঁড়ি হাঁড়ি
গয়নাপাতি সব গিনি সোনা
শাড়িও মিহি সুতায় বোনা
ওরা এলে দাঁড়াস সারি সারি!