হোঁতকার বহুদিনের শখ
হবে নায়ক করবে ফিল্ম
তাই করছে ডায়েট কন্টোল
হতে নায়কের মতো স্লিম।
ডায়েট কন্ট্রোল করে করে
হয়েছেও কঞ্চি বাঁশের মত
তিনদিন অন্তর খাচ্ছে ভাত
সাড়ে তিন মাস ধরে গত!
ডায়েট করে সে মহা খুশি
ফল পেলো বলে হাতেনাতে
খরচাপাতিও হয়েছে কম
এই স্লিম প্রকল্পের খাতে।
আজ গিন্নি এসব জেনে
হোঁতকাকে করে গালাগালি
গিন্নি বলে, “ঘর ছাড়া হও
নইলে করবো ফালি ফালি।”
ভয় পেয়ে, হোঁতকা ছুটলো
হাওয়ায় ভেসে ভেসে
পেয়ে গেল ফিল্ম ইন্ডাস্ট্রির
ঠিকানাটাও অবশেষে।