মালিক বলো কারে রে ভাই
মালিক বলো কারে মনাই
তুমি বলোনা আমারে রে
তুমি মালিক বলো কারে?
মালিক বলো কারে রে ভাই
মালিক খালিক এক জনাই
কে ধনের মালিক, জনের মালিক
সেতো সকলের আছে জানাই।
আসল মালিকের অনেক নাম
নিখুঁত সৃষ্টিই তাঁর কাম
তুমি মালিক বলো তাঁরে রে মনাই
মালিক বলো তাঁরে, তাতে মানা নাই।
মালিক রত মালিকের কাজে
মালিক হওয়া কি কারো সাজে?
তুমি যারে মালিক বলছো রে ভাই
তার কাছে তো মালিকানার চাবি নাই।
আসল মালিক এক জনাই
ও মনাই মালিক বলো তাঁরে
তুমি যতই করো দানাইপানাই
তোমার মালিকানা শূন্য আনাই।