ভূতো রাজা নাদুস নুদুস
খায় ঘোড়ার ডিম
দিনের বেলা রয় ছায়া রূপে
রাত্রিতে সাজে ভীম!
ভূতো রাজার খানা সরেস
খায় অসুরের গোস্ত
করলে তার মাথা ঝিমঝিম
চিবায় দানা পোস্ত!
ভূতো রাজার বাস মগডালে
ছুঁতে পারে না কেউ
রাতে উপর থেকে হিসু দিলে
নীচে বিড়াল করে মেঁউ!
ভূতো রাজা বড্ড হারামজাদা
ধরল পেয়ে কুটনি
কুটনামীটা শিখিয়েই ছাড়ল
মাথায় ভেঙ্গে ডাল-ঘুঁটনি!