শুনছো কি তোমরা কখনো
দুনিয়ায় আছে এক উল্টো দেশ?
উল্টো দেশের মানুষগুলো
দিন কাটায় উল্টো শুয়েই বেশ!
উল্টো দেশে উল্টো গাড়ি চলে
দেশে নিয়ম-নীতিও সব উল্টো
পায় উল্টো চলে পুরস্কার
তায় ইঞ্জিনও চলে ছাড়া বল্টু!
উল্টো হুতুম খায় গুতুম
টেংরা মাছ উল্টো হয়ে নাচে ডালে
ফড়িং উল্টো স্রোতে সাঁতরায়
ছাগলও উল্টো নাও বায় খালে।
চিংড়ি মাছে উল্টো ঘাস খায়
বিস্তীর্ণ উল্টো সবুজ বনাঞ্চলে
হরিণ খায় বাঘকে উল্টে
সিংহ ভয়ে উল্টো দৌড়ায় জলে।
বোয়ালের চোয়াল ভাঙ্গছে
মিলে উল্টো পোকামাকড় মাছি
গজার দেখে ভয়েই বলে
উল্টো দেশ ছাড়লেই আমি বাঁচি!