নানী জানেন কবিরাজী
নানার মাথাটা করলে কি
নিজ হাতে এনে নানী
নানার মাথায় ঢালেন ঘি!
নানাকে হামেশাই ভোগায়
যে রোগের নাম ওরিশ
নানী তখন রোগ তাড়ান
নানাকে খাইয়ে নাগা মরিচ!
নানার প্রায়ই বেড়ে যায়
পুরোনো রোগ বহুমূত্র
নানী তখন খুঁজতে থাকেন
বেড়ে যাওয়াটার সূত্র!
নানী জানেন কবিরাজী
নানার যখন থেকে টাক
নানী মালিশ করেন রোজ
মাথায় ঝেড়ে তার নাক!
নানী জানেন কবিরাজী
নানার রোগ হলে পাণ্ডু
নানী তখন করেন কি
নাইবা শুনলে সেই কাণ্ড!