ওগো কুমারী জ্যোৎস্না
তুমি মিষ্টি মিষ্টি হেসো না
তুমি এমন করে চেয়ো না
তুমি চেয়ো না
ওগো চেয়ো না
মায়াবী চোখে এমন করে চেয়ো না।
তুমি যেয়ো না
ওগো যেয়ো না
তুমি যেয়ো না ওগো যেয়ো না
এই ফুলবনে
নিশীথ ক্ষণে
কোমল মনটি হারিয়ে যেয়ো না।
ওগো কুমারী জ্যোৎস্না
এমন করে চেয়ো না
এ মন নিয়ে যদি করে কেউ ছলনা
তারে কি বলিবে ; ওগো বলো না?