ওগো গাঁয়ের বৌদি গাঁয়ের বৌদি
একটু দাঁড়াও, মন চায় যদি।
গাল ফুলিয়ে কোথায় তুমি চল্লে
শুনতে চাই একটু খুলে বল্লে।
অবেলায় কেউ কি কোথায় যায়?
রাগ করো না এসো আমার নায়।
আমায় পর ভেবো না, আমি মাঝি
চাইলে বাড়ি পৌঁছে দিতেও রাজি।
“শুনো মাঝি, বলছি দু’কান ধরে
ফিরবো না আর ঐ লোভীর ঘরে।
লোভীর যৌতুক চাই মাস মাস
তা না দিলে পিঠে চলে কঞ্চি বাঁশ!”