নামটি তার পাখালী
পৈতৃক বাড়ি আখালী
সে করে ঘটকালি
পকেটটা নয় খালি।
থাকতো বলে হাঁড়ি খালি
তাই করে বাড়ি খালি
স্বামী থাকে স্বর্ণখালী
নিজে থাকে কর্ণখালী।
ছেলে থাকে কুমারখালী
ছেলের বউ কামারখালী
মেয়ে থাকে বদরখালী
মেয়ের জামাই বাদরখালী।
ভাই থাকে পটুয়াখালী
ভাবী খাটুয়াখালী
বোন থাকে বাঁশখালী
বোন জামাই কাশখালী।
ভাইপো থাকে মঙ্গলখালী
ভাইঝি লাঙ্গলখালী
দাদা থাকে বোয়ালখালী
দাদী গোয়ালখালী।
চাচা থাকে মহাখালী
চাচী মায়াখালী
জেঠা থাকে কুমড়াখালী
জেঠিমা আমড়াখালী।
ননদ থাকে নোয়াখালী
দেবর সোয়াখালী
শ্বশুর থাকে মহেশখালী
শাশুড়ি গয়েশখালী।