চোরের বাবাকে, সাধু জিজ্ঞেস করেন-
“জানিস বেটা? ছেলেটা তোর; ছিল চোর?
নিত্যই সে, একই ঘরে করতো চুরি
আর লোকে নিত্যই দেখতো থেকে দূর!”
চোরের বাবা, উত্তেজিত হয়ে বলেন-
“তুই কোথাকার কোন সাধু হে রে বেটা?
ছেলে একই ঘরে নিত্য করতো চুরি
তুই নিশ্চিত হলে কেমনে? বল সেটা?”
সাধু বলেন, “আমার চেয়ে নিশ্চিত
এই জগতে আর নেই কোন লোক
নিত্যই ঐ ঘরের তালা দিয়েছি খুলে;
তোর ছেলেই চোর, সাক্ষী আমার চোখ!”