আনকা দেশে আজ
অনেক বড় বড় ইঞ্জিনিয়ার
যত যন্ত্রই বানায় ওরা
তা চলে ছাড়াই গিয়ার্!
যখন ডাকে অধীনস্থকে
আসে ছুটে ওদের নিয়ার
কতো অধীনস্থ মরে কেঁপে
পেয়ে ওদেরকে ফিয়ার।
গলা যখন শুকিয়ে যায়
ঢোক ঢোক খায় বীয়ার
ওরা বেশি চটে গেলেই
ভুলে যায় কে মাই ডিয়ার।
যে জনই আসে সামনে
করে তাকে ডোন্ট কেয়ার
চিন্তায় মাথা চুলকায়
কেমনে থাকবে ফেয়ার।
কখনো শরীরটা নাড়া দিয়ে
উল্টে ফেলে দেয় চেয়ার
ভীষণ ব্যথায় কাতরায়
তবু করে না কাউকে হেয়ার।
গোপনে গোপনে মুছে
টিসু পেপারে চোখের টিয়ার
ব্যথা পেলেই কার বা কী
কাকে বলবে কী আর!
কাজে ওদের হাতটি পাকা
পদোন্নতি ইয়ার ইয়ার
ওদের মতো করবে কাজ
সাধ্য আছে কোন মিঞার?