তারাচাঁন নগরের, মিঃ আবুল হাছান
তিনি খুব রসিক, লোককে বেশ হাসান।
সর্বদা চলেন বেগে, রাগলে শির উঁচান
দুঃখে এলে কাঁদন, রুমালে অশ্রু মুছান।
করতে চান তিনি, যখন খুশি যা চান
কখনো মন চায়, বাঘকে দিতে নাচান!
যেই কথা সেই কাজ, বাঘ খায় খোঁচান
মিঃ আবুল হাছান, জলদি লেজ গোছান।
বাঘ ধেয়ে আসতেই, ভিষণ ভয়ে চেঁচান
বলেন, “কে কোথায়, আমাকে এসে বাঁচান!”
দৌড়ে গিয়ে উঠেন, পেয়ে এক মাচান
এক কদম এগোন, নয় কদম পাছান!
আর ক্ষুব্ধ বাঘটিকে, জোর গলায় শাসান
বলেন, “আমাকে, ছুঁস না ওরে পাষাণ!
শান্ত হয়ে চলে যা, পেতে হলে রে আসান
নইলে আজ দেবই, তোরে গর্তে ঠাসান!”