- লোকটা ভাল
চাইলেই পাই তারে কাছে
লোকটা ভাল
যেমনি বলি তেমনি নাচে।
লোকটা ভাল
চাইলেই টাকা দেয় ঢেলে
লোকটা ভাল
বুকে টেনে নেয় কাছে পেলে।
লোকটা ভাল
কথা বলে শুধু হেসেহেসে
লোকটা ভাল
যা করে একান্ত ভালবেসে।
লোকটা ভাল
সেই দেয় রেস্তোরাঁর বিল
লোকটা ভাল
চাইলেই কেটে দেয় দিল।
লোকটা ভাল
বসার আগে দেয় শুইতে
লোকটা ভাল
ধুয়েও দেয় দিলে ধোইতে।
লোকটা ভাল
আসে না প্রাপ্য টাকা চাইতে
লোকটা ভাল
শুনিনা কভু নিন্দা গাইতে।
লোকটা ভাল
একেবারেই সে ফেরেশতা
লোকটা ভাল
তার উপরই রাখি আস্থা।
লোকটা ভাল
করে না কখনো মুখ কালো
লোকটা ভাল
সে সাহায্যকারী ও দয়ালু।