রান্নাটা শাশুড়ীর হস্তে মজা
অকর্মের ছক কষতে মজা।
কেনাকাটা সস্তায় মজা
ভালবাসাটা আস্থায় মজা।
আলুরদম গিলতে মজা
মাগনা বাদাম ছিলতে মজা।
নরম গতর ঘেষতে মজা
রথ দেখে কলা বেচতে মজা।
নাইট ক্লাবে নাচতে মজা
ঘিয়ে কাঁটা বাছতে মজা।
উৎকোচ পকেটে ভরতে মজা
টিকিট ছাড়া গাড়ি চড়তে মজা।
তুলতুলে গদিতে বইতে মজা
কানকথা কানে কইতে মজা।
বাপা পিঠা খেতে শীতে মজা
তেলা মাথায় তেল দিতে মজা।
অন্যের দীঘিতে নাইতে মজা
প্রেমের নৌকো বাইতে মজা।
লুকোচুরি খেলতে মজা
হেলেদুলে চলতে মজা।
আলাদিনের চেরাগ পাইতে মজা
বেসুরো গান গাইতে মজা।
ধীরে ধীরে চোখ বাঁকাতে মজা
লম্বা গোঁফ পাঁকাতে মজা।
সুখের কথা বলতে মজা
করতলে গাঁজা ডলতে মজা।
পান্তা ভাতে নুন মজা
পান সুপারিতে চুন মজা।
বলে বলে ছক্কা হাঁকাতে মজা
কাউকে জলে নাকাতে মজা।
কৌশলে হাতঘড়ি দেখানো মজা
ঝগড়া লাগিয়ে ঠেকানো মজা।