পেটুক গবেট
তার চলা আলাভোলা
খেয়ে দেয়ে ঘুমায়
চোখ রেখেই খোলা!
মস্ত বড়ো তার পেট
যেন ধানি ডোল
ছয় বোল ভাতে খায়
নয় বাটি ঝোল!
খায় আরো রোজ রোজ
রোস্ট আস্ত আস্ত
সব খাবারের মেনুই
তার মুখস্থ!
দিন দুপুরে
ফিডার টেনে খায় দুধ
যখন ইচ্ছে
আনন্দে তুলে বুদবুদ!