ঝাঁকে ঝাঁকে পড়ছে ধরা
পদ্মার ঐ ইলিশ রে
পদ্মার ঐ ইলিশ।
তবু ইলিশ নিয়ে কতো রকম
আছে যে নালিশ রে
আছে যে নালিশ।
দামটা তো নয় হাতের নাগালে
যে যাই বলিস রে
যে যাই বলিস।
পকেটটা থাকলে ফাঁকা
ইলিশ নামটা ভুলিস রে
ইলিশ নামটা ভুলিস।
ইলিশ বাজারে গেলে
সাবধানে চলিস রে
সাবধানে চলিস।
ইলিশ যদি গিলতেই চাস
সাবধানে গিলিস রে
সাবধানে গিলিস।
গলায় লাগলে ইলিশ কাঁটা
বক ডেকে খুলিস রে
বক ডেকে খুলিস।
ইলিশ খেতে না পেরে
আর না জ্বলিস রে
আর না জ্বলিস।
জালে লাগলে ইলিশ
টেনে টেনে তুলিস রে
টেনে টেনে তুলিস।
অসময়ে যাসনে পদ্মার জলে
সেখানে বসে থাকে পুলিশ রে
বসে থাকে পুলিশ।
কেউ ইলিশ বাণিজ্য করে
বানাচ্ছে টাকার বালিশ রে
বানাচ্ছে টাকার বালিশ।
ইলিশ তেলে ফায়দা মিলে
দিলে অন্যের গতরে মালিশ রে
অন্যের গতরে মালিশ।