তোমার দু’চোখ কেন মাগো জলে টলটল
মা তোমার সাথে আজো কি কেউ করেছে ছল?
দিনের পর দিন তোমাকে দেখছি যে মাগো
নির্জনে ফেলছো কেবলই দু'চোখের জল।
কিসের দুঃখ তোমার মনে মা; কিসের খেদ,
কিসের কারণে মা তোমাদের হলো বিচ্ছেদ?
বলো মাগো তুমি এখনই সব খোলে বলো
তোমার কোমল হৃদয়; কে করেছে মা ছেদ?
বলো মা তোমার চরিত্র কে কে করেছে লুঠ?
বলো মা আজ কে কে তোমাকে বানিয়েছে ঝুঁট?
বলো মা আজ বলো ঐ দুশ্চরিত্রদের নাম
তাদের চরিত্র রইবে না মা আর অটুট!
কেন মা তুমি জগতে শুধু রইবে অবলা
কেন আজো বুঝছো না মা বদের ছলাকলা?
আজ আর কাঁদিও না মাগো, আর কাঁদিও না
বলে দাও আজই মাগো; কথা যতো না-বলা।
বলো মাগো তোমার অন্তরে কে দিয়েছে চোট
কে কে মলিন করেছে মা তোমার রাঙা ঠোঁট?
বলো মা আজ বলো ঐ দুশ্চরিত্রদের নাম
ওদের আজ রূখবোই হয়েছি এক জোট।