১
রাতভর কষলো অঙ্ক
স্কুল পড়ুয়া বাছাধন
পরখে মাষ্টার বড়ুয়া
সব অঙ্কই ভুল কন!
বাবা শুনে ছেলের গালে
কষে মারলেন থাপ্পড়
থাপ্পড়ে বত্রিশ দাঁতই
পড়ল খসে ফড়ফড়!
২
মা কসেন উনুনে জল সুদ্ধই গোস্ত
বই দেখে কষে কষে দেন কিছু পোস্ত!
আগুনের জ্বালে গোস্ত তো আর কসে না
হাত থেকে রান্নার বইটাও ফসে না!
৩
দর কষাকষি করেন ক্রেতা-পসারী
কষাকষির বস্তু একমাত্র মশারি!
পসারী অঙ্গুলি কষে বলে দেন দাম
দাম শুনে ক্রেতা বলেন এ্যা:! রাম রাম!